জি কে অ্যালবাম 6
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPrEr6PWpS6H984J-lY3qP9pa6c9udMwN49EJFpIu8GmnLRFz5LMPdw6pZ2jl401H1PZbHAmC5975FluluBpazDRrVyH_xRVMhDz6ckqGKx1HWV9xipWEmA2zEMt4Vs9U3K3ZDzdGvEpUd/s640/IMG_20190918_183353.jpg)
জি কে অ্যালবাম 1। যৌথ রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কে নিয়ােগ করেন? - রাষ্ট্রপতি। 2। একজন রাজ্যপালের দায়িত্বে কটি রাজ্য থাকতে পারে? – এক বা একাধিক রাজ্য। 3। রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের (Contingency fund of the state) দায়িত্ব কার হাতে দেওয়া হয়েছে? - রাজ্যপালের হাতে। 4 | রাজ্য মন্ত্রীসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেন। কে? – মুখ্যমন্ত্রী। 5। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রীসভার অবস্থা কি হয়? - পুরাে মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়। 6। কোনাে মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরােধ চরম হলে তার পরিণতি কি হবে? - ঐ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 7। রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হন? – ৬ বছরের জন্য। 8। কার পরামর্শক্রমে রাজ্যপাল রাজ্যরাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করেন? - রাজ্য মন্ত্রীসভার পরামর্শক্রমে। 9। রাজ্যকৃত্যকের কর্মচারিরা কার নিয়ন্ত্রণে থাকেন? রাজ্যপালের নিয়ন্ত্রণে।। 10। ক্যাবিনেট সচিবালয়ের প্রধান কাজ কি? - ক্যাবিনেটের সিদ্ধান্ত সব মন্ত্রীকে জানানাে ও বিভিন্ন বিষয়। সম্পর্কে ক্যাবিনেটের কাছ...