খেলেই পুত্রসন্তান? রামদেবের এই ওষুধের দাবি ঠিক কী?

খেলেই পুত্রসন্তান? রামদেবের এই ওষুধের দাবি ঠিক কী? বাবা রামদেবকে নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু সম্ভবত সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল পতঞ্জলির একটি ওষুধের নাম। কথায় বলে, নামে কী আসে যায়। কিন্তু বাবা রামদেব বুঝেছিলেন নামেই আসে যায়। আরও ভাল করে বুঝেছিলেন, পুত্রসন্তান লাভের জন্য এখনও ভারতীয় দম্পতিদের একাংশের মনোবাসনা। আর তাই বাজারে আনলেন ‘পুত্রজীবক বীজ’। ওষুধের মোড়কের গায়ে দাবি করা হল, এই বিজ খেলে নিয়মিত খেলে নিঃসন্তান দম্পতিরা দ্রুত সন্তানলাভ করবেন। সংস্থার ওয়েবসাইটেও বলা হয়েছে, নির্দিষ্ট বিধি মেনে খেলে ভেষজ এই ওষুধ মহিলাদের ইউটেরাসের আকৃতি ঠিক করে দেয়। আর বাবা যেটা বললেন না, সেটা হল এই— ঠিক কেন এই ওযুধের নামে ‘পুত্র’ শব্দটা উল্লিখিত। পুত্রজীবক খেলে কি পুত্রসন্তান হবেই? যা নিয়ে দেশজুড়ে শোরগোল কম হয়নি। সংসদেও এই ওষুধের নাম নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। ওষুধের নাম নিয়ে উত্তরাখণ্ড সরকার তদন্তও করেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুত্রজীবক বীজের নাম নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছে। তাদের অভিযোগ, যে দেশে এখনও কিছু মানুষ কন্যা সন্তানকে অভিশাপ এবং বোঝা হিসেবে গণ্য কর...