Introduction of Kalmegh benefits for health in Bengali language | কালমেঘ পাতার ঔষধী গুনাগুণ

Introduction of Kalmegh benefits for health in Bengali language | কালমেঘ পাতার ঔষধী গুনাগুণ

  
Introduction of Kalmegh benefits for in Bengali language.
কালমেঘ পাতার ঔষধী গুনাগুণ
The article is describing about the kalmegh benefits for health, kalmegh leaf to eat in the morning, kalmegh juice, kalmegh tablet, andrographis paniculata medicinal uses,andrographis paniculata uses,কালমেঘ পাতার উকারিতা।



কালমেঘ-The kalmegh benefits for health:
পরিচিতিঃ সরল বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। 3 ফুট উঁচু হয়। গাঢ় সবুজ বর্ণের পাতা ১-১/২ইঞ্চি লম্বা হয় অগ্রভাগ ও বোটার দিকে ক্রমশঃ সরু হয়।বিপরীতমুখী জোড়া জোড়া পাতার গোড়া ও কাণ্ডের সংযোগস্থল থেকে সাদা বর্ণের ছোট ছোট ফুল হয়। এর সমগ্র গাছ ব্যবহার হয়। এটা অত্যন্ত উপকারী ঔষধি গাছ। এটা ভারতবর্ষের অধিকাংশ স্থানে পাওয়া যায়।বর্ষার শেষ থেকে শীতকাল অবধি ফুল ও ফল হয়।
Andrographis Paniculata Medicinal Uses:
ব্যবহারযোগ্য অংশ- সম্পূর্ণ গাছ।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়ঃ
Andrographis Paniculata Medicinal Uses:
1. 5 থেকে 10 গ্রাম কালমেঘ আধা গুড়া করে দুইকাপ জলে জ্বাল দিয়ে এক কাপ পরিমাণ হলে তা থেকে প্রতিদিন দুইবার করে খেলে জ্বর ও রক্ত আমাশা ভালো হয়।
2. খোস-পাঁচড়া হলে 10-15 মিলি পাতার রস সকাল-বিকাল জলসহ খালি পেটে খেতে হবে এবং খোস-পাঁচড়া জায়গায় প্রলেপ দিতে হবে। এইভাবে সাত থেকে 10 দিন খেলে ও প্রলেপ দিলে খোস-পাঁচড়া ভালো হয়।
3. শিশুদের কিরমি হলে 1 চা চামচ কালমেঘ পাতার রস 1 চা চামচ হলুদের রস চিনি সহ পাঁচ থেকে সাত দিন খেলে রোগ সেরে যায়।

Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…