Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা
Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা
You are being informed about arjun tree uses, arjun tree benefits, Arjuna tree bark, terminalia arjuna uses, arjun tree bark benefits, arjun tree benefits in Bengali, arjun tree health benefits, arjuna tree benefits for heart, arjuna herb for heart, medicinal plants, Ayurveda plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-QqQBKDBrayQa91LiVvG8walLY9reCgvqjSZFd_icKIShssOd7hgrZj8O5yzSvcjTil3TNFgLkDhSBm2ioeiTLlOC5kgll4CbfkUvb16FlZRlTZCeG3vK0NMWcIsBXG0kLKNn6IRnz8cd/s640/51wUcOzUdrL._AC_SY700_FMwebp_.jpg)
অর্জুন
পরিচিতি- অর্জুন বৃহদাকৃতির পত্রঝরা বৃক্ষ । কান্ড দীর্ঘ, সরল, উন্নত মসৃণ ও আকর্ষণীয়। সাধারনতঃ 40-80 ফুট পর্যন্ত লম্বা হয়। বাকল ম্লান- ধূসর ও পুরু। অর্জুনের ছাল সহজেই চেঁছে তোলা যায় ।পাতা 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ফুল অত্যন্ত ছোট ম্লান হলুদ ও উগ্র গন্ধ যুক্ত। গাছে অজস্র শক্ত ফল হয়। ফল দেখতে অনেকটা কামরাঙ্গার মত কিন্তু আকৃতিতে অপেক্ষাকৃত ছোট। ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ অর্জুনের আদি নিবাস।
ব্যবহারযোগ্য অংশঃ প্রধানত ছাল তবে ক্ষেত্রবিশেষে পাতা ও ফল ব্যবহৃত হয়ে থাকে ।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই তাদের পক্ষে অর্জুন ছাল কাঁচা হলেও 10-12 গ্রাম শুকনা হলেও 5-6 গ্রাম একটু ছেঁচে250 মিলি দুধও 500 মিলি জলের সাথে মিশিয়ে জ্বাল দিয়ে আনুমানিক 125 মিলি থাকতে থেকে বিকাল বেলা খেলে বুক ধড়ফড়ানি কমে যাবে। তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লো-ব্লাড প্রেসার একই নিয়মে তৈরি করে খেলে ব্লাড প্রেসার বেড়ে স্বাভাবিক হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLeAmT3t6rhAwafrC2FACJX81557pIddoLrso1rHPewKpIHykeIpDUCgBed_7b1PwdYW95duFYzn3ZRnXDkju4AT73-hK0pOLhbBdNe-AxGz1WbyMUUsFF7Bd30pJ8A-FkHOxFL6OpuC6l/s320/71wS6idevwL._AC_SL1500_.jpg)
1 অর্জুনের ছাল বেটে খেলে হৃদপিন্ডের পেশি শক্তিশালী হয় এবং যন্ত্রের ক্ষমতা বাড়ে।
2 অর্জুনের ফলের গুড়া রক্তচাপ কমায়, মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভার সিরোসিসে টনিক হিসেবে কাজ করে।
3 অর্জুনের ছাল মুখ , জ্বিহাও মাড়ির ঘাড়ের চিকিৎসায় ব্যবহৃত হয় ।এটি মাড়ির রক্তপাত বন্ধ করে ।
4 অর্জুনের ছাল হাঁপানি,আমাশয়, ঋতুস্রাবজনিত সমস্যা ,ব্যথা ইত্যাদি চিকিৎসায় উপকারিতা।
5 অর্জুনের ছাল জ্বর নিবারক হিসেবে কাজ করে।
6 এছাড়া চর্ম ও যৌন রোগে অর্জুন ব্যবহৃত হয়। যৌন উদ্দীপনা বাড়াতেও অর্জুন ছালের রস সাহায্য করে।
7সাথে কত খোস পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছাল বেটে লাগালে ভালো ফল পাওয়া যায়।
8 অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায় খাদ্য তন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
9অর্জুন ছাল রক্ত পরিষ্কার করে।
The above article is about arjun tree uses, arjun tree benefits, Arjuna tree bark, terminalia arjuna uses, arjun tree bark benefits, arjun tree benefits in Bengali, arjun tree health benefits, arjuna tree benefits for heart, arjuna herb for heart, medicinal plants, Ayurveda plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine,
You are being informed about arjun tree uses, arjun tree benefits, Arjuna tree bark, terminalia arjuna uses, arjun tree bark benefits, arjun tree benefits in Bengali, arjun tree health benefits, arjuna tree benefits for heart, arjuna herb for heart, medicinal plants, Ayurveda plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-QqQBKDBrayQa91LiVvG8walLY9reCgvqjSZFd_icKIShssOd7hgrZj8O5yzSvcjTil3TNFgLkDhSBm2ioeiTLlOC5kgll4CbfkUvb16FlZRlTZCeG3vK0NMWcIsBXG0kLKNn6IRnz8cd/s640/51wUcOzUdrL._AC_SY700_FMwebp_.jpg)
অর্জুন
পরিচিতি- অর্জুন বৃহদাকৃতির পত্রঝরা বৃক্ষ । কান্ড দীর্ঘ, সরল, উন্নত মসৃণ ও আকর্ষণীয়। সাধারনতঃ 40-80 ফুট পর্যন্ত লম্বা হয়। বাকল ম্লান- ধূসর ও পুরু। অর্জুনের ছাল সহজেই চেঁছে তোলা যায় ।পাতা 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ফুল অত্যন্ত ছোট ম্লান হলুদ ও উগ্র গন্ধ যুক্ত। গাছে অজস্র শক্ত ফল হয়। ফল দেখতে অনেকটা কামরাঙ্গার মত কিন্তু আকৃতিতে অপেক্ষাকৃত ছোট। ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ অর্জুনের আদি নিবাস।
ব্যবহারযোগ্য অংশঃ প্রধানত ছাল তবে ক্ষেত্রবিশেষে পাতা ও ফল ব্যবহৃত হয়ে থাকে ।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই তাদের পক্ষে অর্জুন ছাল কাঁচা হলেও 10-12 গ্রাম শুকনা হলেও 5-6 গ্রাম একটু ছেঁচে250 মিলি দুধও 500 মিলি জলের সাথে মিশিয়ে জ্বাল দিয়ে আনুমানিক 125 মিলি থাকতে থেকে বিকাল বেলা খেলে বুক ধড়ফড়ানি কমে যাবে। তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লো-ব্লাড প্রেসার একই নিয়মে তৈরি করে খেলে ব্লাড প্রেসার বেড়ে স্বাভাবিক হয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLeAmT3t6rhAwafrC2FACJX81557pIddoLrso1rHPewKpIHykeIpDUCgBed_7b1PwdYW95duFYzn3ZRnXDkju4AT73-hK0pOLhbBdNe-AxGz1WbyMUUsFF7Bd30pJ8A-FkHOxFL6OpuC6l/s320/71wS6idevwL._AC_SL1500_.jpg)
1 অর্জুনের ছাল বেটে খেলে হৃদপিন্ডের পেশি শক্তিশালী হয় এবং যন্ত্রের ক্ষমতা বাড়ে।
2 অর্জুনের ফলের গুড়া রক্তচাপ কমায়, মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভার সিরোসিসে টনিক হিসেবে কাজ করে।
3 অর্জুনের ছাল মুখ , জ্বিহাও মাড়ির ঘাড়ের চিকিৎসায় ব্যবহৃত হয় ।এটি মাড়ির রক্তপাত বন্ধ করে ।
4 অর্জুনের ছাল হাঁপানি,আমাশয়, ঋতুস্রাবজনিত সমস্যা ,ব্যথা ইত্যাদি চিকিৎসায় উপকারিতা।
5 অর্জুনের ছাল জ্বর নিবারক হিসেবে কাজ করে।
6 এছাড়া চর্ম ও যৌন রোগে অর্জুন ব্যবহৃত হয়। যৌন উদ্দীপনা বাড়াতেও অর্জুন ছালের রস সাহায্য করে।
7সাথে কত খোস পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছাল বেটে লাগালে ভালো ফল পাওয়া যায়।
8 অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায় খাদ্য তন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
9অর্জুন ছাল রক্ত পরিষ্কার করে।
The above article is about arjun tree uses, arjun tree benefits, Arjuna tree bark, terminalia arjuna uses, arjun tree bark benefits, arjun tree benefits in Bengali, arjun tree health benefits, arjuna tree benefits for heart, arjuna herb for heart, medicinal plants, Ayurveda plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine,
Fantastic Post! Lot of information is helpful in some or the other way. Keep updating arjuna powder
ReplyDelete