কাঁচকলার গুণাগুণ-কলা গাছের উপকারিতা


কাঁচকলার গুণাগুণ-কলা গাছের উপকারিতা

কাঁচকলার গুণাগুণ-কলা গাছের উপকারিতা
কাঁচ কলার ঔষধি গুন, শরীরে কাঁচকলার দ্বারা রোগমুক্তি,


সুস্থ থাকতে কাঁচকলা ও কলাগাছ
1. পেটের অসুখে আমাশয় ও রক্ত আমাশয় কাচ কলা সেদ্ধ করে টাটকা টক দইয়ের সঙ্গে মেখে খেলে রোগ সারে।
2. কলা গাছের শুকনো শেকড় করে অল্প পরিমাণে খেলে পিত্ত রোগ সারে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগেরও এটি একটি মহৌষধ।
3. অনেকের মতে কলা গাছের শেকড়ের রসের সঙ্গে ঘি ও চিনি মিশিয়ে খেলে প্রস্রাবের অসুখ বা মেহ রোগ সারে।
4. কাঁচকলা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন অল্প পরিমাণে দুধের সঙ্গে মিশিয়ে খেলে যৌনব্যাধি ও প্রস্রাবের অসুখ সারে।
5. একেবারে কচি কলাপাতা মিহি করে বেটে দুধে মিশিয়ে ঘন ক্ষীরের মতো করে খাওয়ালে মেয়েদের প্রদর রোগ উপকার হয়।

Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

Bengali G.K