এক পায়ে এভারেস্ট জয় অরুণিমার

এক পায়ে এভারেস্ট জয় অরুণিমার


একসময়ে জাতীয় ভলিবল দলে দু’পায়ে দাপিয়ে বেড়িয়েছেন
কোর্ট। কেরিয়ারের শীর্ষে হঠাৎ অন্ধকারে তলিয়ে যান।
দুর্ঘটনার জেরে পালটে গিয়েছিল জীবনের মানে। তবু হার।
মানেননি অরুণিমা সিনহা। অদম্য জেদ সম্বল করে।
প্রতিবন্ধকতা ঝেড়ে ফেলে জয় করলেন এভারেস্ট।
১২ এপ্রিল ২০১১। লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে |
ছিনতাইকারীদের রুখতে গিয়ে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে।
দেওয়া হয় তাকে। পায়ে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে
ভর্তি হলে জাতীয় ভলিবল দলের সদস্যের ডান পা হাঁটু থেকে
বাদ দেন চিকিৎসকরা।
হাসপাতালের শয্যা থেকেই কিন্তু নয়া জীবনযুদ্ধ শুরু।
অরুণিমার। এক পায়ে ভর করে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখার
সেই শুরু। প্রশিক্ষণ শুরু হয় টাটা স্টিল অ্যাডভেঞ্চার।
ফাউন্ডেশনে প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রি
পালের হাত ধরে। প্রশিক্ষণ শেষে এভারেস্টের পথে যাত্রা।
করেন ইকো এভারেস্ট এক্সপিডিশনের সদস্য। মঙ্গলবার
১০টা বেজে ৫৫ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ শিখর ছুঁয়ে
ফেললেন ২৫ বছরের অরুণিমা। গড়লেন নতুন বিশ্বরেকর্ড।

Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…