জি কে অ্যালবাম 1
জি কে অ্যালবাম
1। রক্তবাহে রক্ততঞ্চিত হয় না কেন? – হেপারিন থাকার জন্য।
2। মস্তিষ্কের পর্দাকে কি বলে? - মেনিনজেস।।
3। ফুসফুসের পদাকে কি বলে? - প্লরা।
4 | হৃৎপিন্ডের পর্দাকে কি বলে? – পেরিকার্ডিয়াম।
5। ট্রাই কাসপিড কপাটিকা মানবদেহের কোথায় অবস্থিত? - হৃৎপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
অবস্থিত।
6। সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি? -ফ্লিপার।
7। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? -ক্ষণপদ।
8। কেঁচোর গমন অঙ্গের নাম কি? - সিটা।
9। ক্যাফিন কোথায় পাওয়া যায়? -কফির বীজে।
10। ধুতুরা গাছের পাতায় কি পাওয়া যায়?- ডাটুরিন।
11। কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? - নেফ্রিডিয়া।
12। বৃক্কের একককে কি বলে? - নেফ্রন।
13।T, ভাইরাস একপ্রকার কিরূপ ভাইরাস? - ফাজ ভাইরাস।
14। অতিরিক্ত ঠান্ডার অবস্থানকারী ভাইরাসগুলিকে কি বলে?– ক্রায়ােফিলিক ভাইরাস।
15। সংক্রমণযােগ্য ভাইরাস কাকে কি বলে? - ভিরিয়ন।
16। প্রাকৃতিক গ্যাস সৃষ্টির জন্য কোন ব্যাকটিরিয়া দায়ী? – মিথেন ব্যাকটিরিয়া।
17। ব্যাকটিরিয়ার জেনেটিক পদার্থকে কি বলে? - জেনােফোর।
18। মানব শরীরের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি? -নার্ভকোশ বা নিউরোেন।
19। স্নায়ু কোষের কোথায় নিল দানা দেখা যায় ? - কোশদেহ অংশে।
20। করপাস ক্যালােসাম কি? - গুরু মস্তিষ্কের দুটি খন্ডকের মধ্যে প্রাপ্তবযাজক।
21। মানুষের চোখের কোন কোষ রাত্রিকালীন দৃষ্টিতে সাহায্য করে? - রড কোশ।
22। ফোবিয়া সেন্ট্রালিস কোথায় দেখা যায় ? - চোখে।
23। মানব শরীরের কোন অংশ ইউস্টেশিয়াল নালী, দেখা যায় ? - কানে।।
24। মানবদেহে করােটিক স্নায়ুর সংখ্যা কটি ? - ১২ জোড়া।
25। মানুষের ক্ষেত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? - ৩১ জোড়া।
26। সবচেয়ে বড় করােটিক স্নায়ুর নাম কি?- ভেগাস (দশম)।
27। সবচেয়ে বড়ড়া নার্ভের নাম কি?-সাইটিকা নার্ভ।
28। সবচেয়ে ক্ষুদ্রতম করােটিক স্নায়ুর নাম কি? - অপটিক স্নায়ু।
29। মানবদেহের কোন অংশে ওভাল ফwindow দেখা যায় ? – কানে।
30। কোন প্রাণীর দেহে প্রথম স্নায়ুর অস্তিত্ব দেখা যায় ? -হাইড্রা।।
1। রক্তবাহে রক্ততঞ্চিত হয় না কেন? – হেপারিন থাকার জন্য।
2। মস্তিষ্কের পর্দাকে কি বলে? - মেনিনজেস।।
3। ফুসফুসের পদাকে কি বলে? - প্লরা।
4 | হৃৎপিন্ডের পর্দাকে কি বলে? – পেরিকার্ডিয়াম।
5। ট্রাই কাসপিড কপাটিকা মানবদেহের কোথায় অবস্থিত? - হৃৎপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে
অবস্থিত।
6। সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি? -ফ্লিপার।
7। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? -ক্ষণপদ।
8। কেঁচোর গমন অঙ্গের নাম কি? - সিটা।
9। ক্যাফিন কোথায় পাওয়া যায়? -কফির বীজে।
10। ধুতুরা গাছের পাতায় কি পাওয়া যায়?- ডাটুরিন।
11। কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? - নেফ্রিডিয়া।
12। বৃক্কের একককে কি বলে? - নেফ্রন।
13।T, ভাইরাস একপ্রকার কিরূপ ভাইরাস? - ফাজ ভাইরাস।
14। অতিরিক্ত ঠান্ডার অবস্থানকারী ভাইরাসগুলিকে কি বলে?– ক্রায়ােফিলিক ভাইরাস।
15। সংক্রমণযােগ্য ভাইরাস কাকে কি বলে? - ভিরিয়ন।
16। প্রাকৃতিক গ্যাস সৃষ্টির জন্য কোন ব্যাকটিরিয়া দায়ী? – মিথেন ব্যাকটিরিয়া।
17। ব্যাকটিরিয়ার জেনেটিক পদার্থকে কি বলে? - জেনােফোর।
18। মানব শরীরের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি? -নার্ভকোশ বা নিউরোেন।
19। স্নায়ু কোষের কোথায় নিল দানা দেখা যায় ? - কোশদেহ অংশে।
20। করপাস ক্যালােসাম কি? - গুরু মস্তিষ্কের দুটি খন্ডকের মধ্যে প্রাপ্তবযাজক।
21। মানুষের চোখের কোন কোষ রাত্রিকালীন দৃষ্টিতে সাহায্য করে? - রড কোশ।
22। ফোবিয়া সেন্ট্রালিস কোথায় দেখা যায় ? - চোখে।
23। মানব শরীরের কোন অংশ ইউস্টেশিয়াল নালী, দেখা যায় ? - কানে।।
24। মানবদেহে করােটিক স্নায়ুর সংখ্যা কটি ? - ১২ জোড়া।
25। মানুষের ক্ষেত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? - ৩১ জোড়া।
26। সবচেয়ে বড় করােটিক স্নায়ুর নাম কি?- ভেগাস (দশম)।
27। সবচেয়ে বড়ড়া নার্ভের নাম কি?-সাইটিকা নার্ভ।
28। সবচেয়ে ক্ষুদ্রতম করােটিক স্নায়ুর নাম কি? - অপটিক স্নায়ু।
29। মানবদেহের কোন অংশে ওভাল ফwindow দেখা যায় ? – কানে।
30। কোন প্রাণীর দেহে প্রথম স্নায়ুর অস্তিত্ব দেখা যায় ? -হাইড্রা।।
Comments
Post a Comment