জি কে অ্যালবাম 4


1। ব্লকের কাজ কে তদারকি করেন? - ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)।
2। ভারতের কোন রাজ্যের আলাদা নিজস্ব সংবিধান
আছে?- জম্মু-কাশ্মীর।
3। ভারতীয় রাষ্ট্রসংঘে কোন কোন তালিকার মাধ্যমেক্ষমতা বন্টিত হয় ? - কেন্দ্রীয় তালিকা, রাজ্যতালিকা ও যুগ্ম
তালিকা।
4। তালিকা বহির্ভূত সব ক্ষমতা কত নম্বর ধারায়
কেন্দ্রীয় সরকারের হাতে আসে? - সংবিধানের ২৪৮ নং
ধারায়।
5। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা ভারতীয়
সংবিধান অনুযায়ী কোন কোন ভাষায় দেওয়া যায়? -
ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্গত ২২টি
ভাষাতেই।
6। ২০০৫ সালের তথ্য জানার অধিকার আইনরূপায়ণ ও নজরদারির ভার কার ওপর থাকে? ~ তথ্যকমিশনের উপর।
7। ভারতে জাতীয় জনসংখ্যা রেজিস্টার’ তৈরির
কাজ করে প্রথম শুরু হয় ? - ২০১০ সালের এপ্রিলে।
8। ভারতীয় সংবিধানের ১২৪ ও ২১৭ অনুচ্ছেদ
অনুযায়ী সরকারি কোন পদে চাকরির ক্ষেত্রে তপসিলী
সম্প্রদায়ের জন্য কোন সংরক্ষণ নেই? --সুপ্রীম কোর্ট ও হাই
কোর্টের বিচারপতির পদের ক্ষেত্রে।
9। ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়টি কোন তালিকার
অন্তর্ভুক্ত?- যুগ্ম তালিকার।
10। ভারতে সংসদ কাদের নির্বাচন করাতে ও পদচ্যুত
করাতে পারেন? - ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।
11। ভারতীয় রাষ্ট্র সংঘের কেন্দ্রীয় শাসন বিভাগের
প্রধান কে? - রাষ্ট্রপতি।
12। নির্বাচনের সময় দ্বিতীয় পছন্দ ভােটের সাহায্যে
ভারতের কোন রাষ্ট্রপতি নির্বাচিত হন? - বরাহগিরি
ভেঙ্কটগিরি।
13 | মন্ত্রী পরিষদের সচিবালয়ের প্রশাসনিক প্রধান কে?
-ক্যাবিনেট সচিব।
14। কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন গঠিত হয় কিভাবে? -
ভারতীয় সংবিধানের ৩১৮ নম্বর ধারা অনুযায়ী একজন
সভাপতি ও নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে।
15। যৌথ রাষ্ট্রকৃতক কমিশন তৈরি হয় কিভাবে? -
ভারতীয় সংবিধানের ৩১৬ নম্বর ধারা অনুসারে।
16। ক্যাবিনেট সচিব কাকে করা হয়? - ভারতীয়
প্রশাসনিক কৃত্যকের (IAS) প্রবীণতম ব্যক্তিকে।
17। সচিব’ কাকে বলে? - বিভাগের প্রশাসনিক
প্রধানকে।
18। মন্ত্রকের অধীনস্থ সংস্থাগুলিকে ক’টি ভাগে ভাগ
করা যায় ও কি কি? - ২ টি, সংযুক্ত সংস্থা (Attached Of-
fices) ও অধীনস্থ সংস্থা (Subordinate offices)।
19। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিদের কে নিযুক্ত
করেন? - রাষ্ট্রপতি।
20। কত সালে সর্বভারতীয় কৃত্যক সৃষ্টি করা হয় ? -
১৯৫১ সালে।
21। ভারতের জাতীয় প্রশাসন কেন্দ্র কোথায় অবস্থিত?
- মুসৌরিতে লালাবাহাদুর জাতীয় প্রশাসন শিক্ষাকেন্দ্রে।
22। ভারতবর্ষে কি ধরনের বিচার ব্যবস্থা প্রচলিত
আছে? - অখন্ড বিচার ব্যবস্থা।
23। কোনাে রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? -
হাইকোর্ট বা মহাধর্মাধিকরণ।
24।সুপ্রীম কোর্টের বিচারপতিদের কে অপসারণ করতে
পারেন?- রাষ্ট্রপতি।।
25। ভারতে কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে
উপরাষ্ট্রপতি হন?- মহম্মদ হিদায়েতুল্লা।
26। সুপ্রীম কোর্টের বিচারপতির বেতন কখন কমানাে
হয়? - জরুরী অবস্থার সময়ে।
27। রাষ্ট্রপতি নির্বাচনে বিরােধ দেখা দিলে মীমাংসা কে
করেন?-সুপ্রীম কোর্ট।
28। ভারতের সুপ্রীম কোর্টের কটি অধিকারের এলাকা
রয়েছে? – ৪টি।
29। ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? -
সুপ্রীম কোর্ট।
30। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের
বয়সসীমা কত বছর? – ৬৫ বছর।

Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…