জি কে অ্যালবাম 6

 জি কে অ্যালবাম


1। যৌথ রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কে
নিয়ােগ করেন? - রাষ্ট্রপতি।
2। একজন রাজ্যপালের দায়িত্বে কটি রাজ্য থাকতে
পারে? – এক বা একাধিক রাজ্য।
3। রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের (Contingency
fund of the state) দায়িত্ব কার হাতে দেওয়া হয়েছে? -
রাজ্যপালের হাতে।
4 | রাজ্য মন্ত্রীসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেন।
কে? – মুখ্যমন্ত্রী।
5। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রীসভার অবস্থা কি হয়?
- পুরাে মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।
6। কোনাে মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরােধ চরম হলে
তার পরিণতি কি হবে? - ঐ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
7। রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যরা
কত বছরের জন্য নিযুক্ত হন? – ৬ বছরের জন্য।
8। কার পরামর্শক্রমে রাজ্যপাল রাজ্যরাষ্ট্রকৃত্যক
কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করেন? - রাজ্য মন্ত্রীসভার
পরামর্শক্রমে।
9। রাজ্যকৃত্যকের কর্মচারিরা কার নিয়ন্ত্রণে থাকেন?
রাজ্যপালের নিয়ন্ত্রণে।।
10। ক্যাবিনেট সচিবালয়ের প্রধান কাজ কি? -
ক্যাবিনেটের সিদ্ধান্ত সব মন্ত্রীকে জানানাে ও বিভিন্ন বিষয়।
সম্পর্কে ক্যাবিনেটের কাছে মাসিক বিবরণী পেশ করা।
11। রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি অভিযােগ আনার।
জন্য কত মাস আগে নােটিশ দিতে হয়? --২ মাস।
12। রাজ্য প্রশাসনের মুখ্যসচিবকে কার প্রতিরূপ বলা
হয়?- কেন্দ্রীয় প্রশাসনের ক্যাবিনেট সচিবের প্রতিরূপ।
13। একজন সচিবের অধীনে কটি দপ্তর থাকে? - এক
বা একাধিক।।
14। একজন অধিকর্তার (Executive) প্রধান দায়িত্ব
কি? -সরকারি নীতিকে কার্যকর করা।
15। রাজ্য প্রশাসনের দপ্তর বা বিভাগগুলির রাজনৈতিক
প্রধান কে? –মন্ত্রীরা।
16। প্রশাসনের দপ্তর বা বিভাগগুলির প্রশাসনিক প্রধান
কে? -সচিবরা।।
17। রাজ্য রাষ্ট্রকৃত্যকের অন্তর্গত ৪টি শ্রেণী কি কি? -
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী।
18। রাজ্য-রাষ্ট্রকৃত্যকের কর্মচারি ও আমলারা কোন
সরকারের কর্মচারি? - রাজ্য সরকারের কর্মচারি।
19। রাজ্যের রাষ্ট্রকৃত্যক কমিশন’ সম্পর্কে সংবিধানে
কি বলা হয়েছে? – সংবিধানের ৩৬৫(১) নং ধারা অনুযায়ী
প্রতিটি রাজ্যের একটি করে রাষ্ট্রকৃত্যক কমিশন’ অবশ্যই
থাকবে।
20। জেলাশাসক বিভিন্ন রাজ্যে কী কী নামে পরিচিত
থাকে? - জেলা সমাহর্তা (District Collector), জেলা
আধিকারিক (District Officer), উপ-কমিশনার (Deputy
Commissioner) ইত্যাদি।
21। কোল বিদ্রোহ কোন কোন স্থানে ঘটেনি? – মাদ্রাজ,
মুম্বাই, বাংলা ও পশ্চিম পাঞ্জাবে (শিখ ও গােখা সৈন্যরা।
বিদ্রোহ দমনে অংশ নেওয়ার জন্য)।
22। কেশরী পত্রিকার সম্পাদক কে? - বাল গঙ্গাধর
তিলক।
23। ইংরেজ সরকার কর্তৃক ভারত শশাষণের তত্ত্ব প্রচার
করেন কে? – দাদাভাই নওরােজী ও রমেশচন্দ্র দত্ত।
24।'Poverty and Un-British rule in India' -বইটি
কে রচনা করেন? - দাদাভাই নওরােজী।
25। ভারতীয়দের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে কে গর্বিত
করে তােলেন? – শ্রীরামকৃষ্ণ ও দয়ানন্দ সরস্বতী।
26। প্রাচীন ভারতের গৌরবময় সংস্কৃতির আবিষ্কর্তা কে
কে ছিলেন? - উইলিয়াম জোনস, প্রিন্সেপ, ক্যানিংহােম,
ম্যাকমুলার উইলসন, রাজেন্দ্র লাল মিশ্র প্রভৃতি।
27। 'সতার্থ প্রকাশ’ নামের বইটি কে প্রচার করেন?
– দয়ানন্দ সরস্বতী।।
28। প্রার্থনা সমাজ -এর সুবিখ্যাত নেতা কে ছিলেন? --
মহাদেব গােবিন্দ রাণাড়ে।
29। মাদ্রাজে থিওসফিক্যাল সােসাইটি প্রতিষ্ঠিত হয়  কবে? -১৮৮৬ খ্রিস্টাব্দে।
30। থিওসফিক্যাল সােসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
– মাদাম এইচ. পি. ব্লাভাস্কি ও কর্নেল এইচ. এস. তালকট
(এই সােসাইটি ছিল হিন্দু ধর্মের গোঁড়া সমর্থক)।


Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…