বিজ্ঞানের কিছু জিকে

1। ফোটোসিন্থেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? |
– বিজ্ঞানী বার্নেস।।
2। সালােকসংশ্লেষকারী রঞ্জকের নাম লেখ। -
ক্লোরােফিল।
3। চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি? – ফুলকা।
4। পায়রার কটি বায়ুথলি থাকে? – ৯টি।।
5। ফড়িং-এর শ্বাসঅঙ্গের নাম কি? – শ্বাসনালী।
6। অবাতশ্বসনকারী উদ্ভিদের নাম কি? -ইস্ট।
7। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় ? --যকৃৎ থেকে।
8। ১০০ মিলি. রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ
কত থাকা উচিত?-- ৮০ -১০০ মিগ্রা.।
9। আমাদের শরীরের সবচেয়ে শক্ত বস্তু কোনটি? -
দাঁত (এনামেল)।
10। শরীরে আয়রন’-এর অভাবে মূলত কোন রােগ।
হয়?—অ্যানিমিয়া।
11। প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে কি বলে? –হলােজোয়িক
পুষ্টি।
12। কোন ভিটামিনকে অ্যান্টি জেরপথালসিক বলা
হয়? – ভিটামিন – A
13। কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি বলা হয়? –
ভিটামিন - E.


14। কোন ভিটামিনকে অ্যান্টি হেমারিজিক বলা হয়? –
| ভিটামিন - K.
15। কোন ভিটামিনকে অ্যান্টি র‍্যাকাইটিক   বলা হয়? –
ভিটামিন - D.
16। কোন ভিটামিনকে অ্যান্টিস্কারডিটিক বলা হয়? –
ভিটামিন -C.
17। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয়? -
ভিটামিন -C
18। পেলেগ্রা রােগের কারণ কি? – ভিটামিন B, এর অভাব।
20। শরীরে ভিটামিনের অভাবের ঘটনাকে কি বলে?
-হাইপাে ভিটামিননাসিস।
21। শরীরের ভিটামিনের প্রয়ােজনের তুলনায় অতিরিক্ত
ভিটামিনের উপস্থিতির ঘটনাকে কি বলে? –হাইপার ভিটামিন।
22। শরীরে ভিটামিনের অনুপস্থিতিকে কি বলা হয় ? -
অ্যাভিটামিনােসিস।
23। কোন ভিটামিনের অভাবে মূত্রথলিতে পাথর হয়?

ভিটামিন - A।'
24। কোন ছত্রাককে গ্রিপ মােল্ড বলা হয়? -
পেনিসিলিয়াম।
25। জেরােস্টোমিয়া বলতে কি বােঝায়? - মুখগহ্বরে।
লালা নিঃসরণ হ্রাস।
26। স্ট্রোমাটাইটিস বলতে কি বােঝায়? - ঠোটের কোনায়
ঘা (ভিটামিন - B complex এর অভাব)।
27। ভিটামিন - D এর রাসায়নিক নাম কি? - ক্যালসিফেরোল।

28। দুধের সাদা রং কোন পদার্থের উপস্থিতির জন্য হয়?
-- ল্যাকটোজ।
29। মানুষের শরীরের কোন অংশ স্কার্ভি রােগে আক্রান্ত
হয় ? -- মাড়ি।
30। মানুষের দাঁতের formula কি? - 2123।




Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…