জি কে অ্যালবাম 3

জি কে অ্যালবাম
1। জলে দ্রাব্য ভিটামিনের নাম কি কি? - বি, সি এবং
2। মাছের হৃৎপিন্ড কিরূপ হৃৎপিন্ড? - একচক্রী হৃৎপিন্ড।
3। ভারতের রাজ্যগুলির রাজ্যপালদের কার্যকাল কত বছর? - ৫ বছর।
4। প্রতিটি রাজ্যের শাসন বিভাগীয় প্রধান কে? - রাজ্যপাল।
5। রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন?-
- বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মাের্চার নেতা বা নেত্রীকে।
6। রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কি ? - স্বেচ্ছাধীন ক্ষমতা।
7। রাজ্য মন্ত্রীসভায় ক’ধরনের মন্ত্রী থাকেন? - ৩ ধরনের।
8। রাজ্য সচিবালয়ে শীর্ষাধিকারী কে? – মুখ্যসচিব।
9। জেলা প্রশাসন পরিচালনা করেন কে? - জেলাশাসক।
10। ভারতীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি? - জেলা প্রশাসন।
11। রাজ্যপালকে বরখাস্ত করার ক্ষেত্রে রাজ্য মন্ত্রীসভার ক্ষমতা কতটুকু? - কোনাে ক্ষমতা নেই।
12। প্রতিটি রাজ্যের মন্ত্রীসভার সভাপতিত্ব কে করেন? -মুখ্যমন্ত্রী।
13। অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা’ বলে কাকে চিহ্নিত করা হয়? - মুখ্যসচিবকে।
14। প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা। চ্যান্সেলর হিসাবে কে থাকেন? - সেই রাজ্যের রাজ্যপাল।
15। রাজ্যের শাসন বিভাগের রাজনৈতিক অংশ কারা?
16। মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা কে? - মুখ্যসচিব।
17। মহকুমার প্রশাসন কে পরিচালনা করেন?-- মহকুমা শাসক।
18। R. D, Block -এর পুরাে নাম কি? - Rural Development Block
19। উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা কি নামে পরিচিত ? - আমলা বা Bureaucrat নামে।
20 | রাজ্যপালের দুটি বিশেষ অধিকার কি কি? - তার বিরুদ্ধে কোনাে ফৌজদারি অভিযােগ দায়ের করা যাবে না ও
গ্রেপ্তার পরােয়ানা জারি করা যাবে না।
21। উচ্চপদস্থ কর্মচারিরা কী নামে পরিচিত? - আমলা বা Bureaucrat নামে।
22। কার সম্মতি নিয়ে রাজ্য আইনসভায় অর্থ বিধেয়ক উত্থাপন করতে হয়? - রাজ্যপালের।
23। ভারতের রাজ্যগুলিতে কি ধরনের শাসনব্যবস্থা গৃহীত? - সংসদীয় শাসনব্যবস্থা।
24। রাজ্য রাষ্টকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করেন কে?- রাজ্যপাল।।
25। কার নাম রাজ্য সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয় ? - রাজ্যপালের নামে।
26। পশ্চিমবঙ্গের অন্তর্গত ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর আচার্য বা চ্যান্সেলর কে? -
পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী।
27। রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের (Contigencyfund of the state) দায়িত্ব কার হাতে দেওয়া হয়েছে?
রাজ্যপালের হাতে।
28। রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা? -ক্যাবিনেট মন্ত্রীরা।
29। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রীসভার অবস্থা কি হয়?
- সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।
30। একজন অধিকর্তার (Executive) প্রধান দায়িত্ব  কি? - সরকারি নীতিকে কার্যকর করা।


Comments

Popular posts from this blog

Benefits of Akanda tree - আকন্দ গাছের উপকারিতা

Arjun tree benefits in Bengali - অর্জুন গাছের উপকারিতা

রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…