জি কে অ্যালবাম 5
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPrEr6PWpS6H984J-lY3qP9pa6c9udMwN49EJFpIu8GmnLRFz5LMPdw6pZ2jl401H1PZbHAmC5975FluluBpazDRrVyH_xRVMhDz6ckqGKx1HWV9xipWEmA2zEMt4Vs9U3K3ZDzdGvEpUd/s320/IMG_20190918_183353.jpg)
1। রাজ্যপাল কার পরামর্শে রাজ্য আইনসভার
অধিবেশন ডাকা স্থগিত বা আইনসভা ভেঙে দিতে পারেন?
- মুখ্যমন্ত্রীর।
2। রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম
কি? - ‘স্বেচ্ছাধীন ক্ষমতা।
3। রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে? মুখ্যসচিব।
4] জেলা প্রশাসন পরিচালনা করেন কে? - জেলাশাসক।
5। রাজকৃত্যকের কর্মচারীরা কটি শ্রেণীতে বিভক্ত?
– ৪টি শ্রেণীতে।
6। রাজ্য কৃত্যকের কোন পদগুলি গেজেটেড? - প্রথম
ও দ্বিতীয় শ্রেণীর পদগুলি।
7। রাজ্য - রাষ্ট্রকৃত্যক কমিশন’ কার কাছে বার্ষিক
প্রতিবেদন পেশ করেন? - রাজ্যপালের কাছে।
8। প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা
চ্যান্সেলর হিসাবে কে কাজ করেন?- সেই রাজ্যের রাজ্যপাল।
9। সংবিধানের ১৫৩ নং ধারা অনুসারে প্রতিটি রাজ্যে
কতজন রাজ্যপাল থাকেন? - ১জন।
10। মহকুমার প্রশাসন কে পরিচালনা করেন? – মহকুমা
শাসক (SDO)।
11। রাজ্যপাল কার পরামর্শে রাজ্য কৃত্যকের কর্মচারী
নিয়ােগ করেন? - রাষ্ট্র কৃত্যক কমিশন (PSC)।
12। কাদের নিয়ে রাজ্য রাষ্ট্র কৃত্যক কমিশন গঠিত
হয় ? -- একজন সভাপতি ও কয়েকজন সদস্য নিয়ে।
13. রাজ্যের শাসন বিভাগের রাজনৈতিক অংশ কারা ?
-মন্ত্রীরা।
14। রাজ্যের শাসন বিভাগের অরাজনৈতিক অংশ
কারা? - সরকারি কর্মীরা।
15। রাজ্যপাল কোন ধরনের বিধেয়ককে রাষ্ট্রপতির
বিবেচনার জন্য পাঠাতে বাধ্য থাকেন? - রাজ্য আইনসভায়
গহীত কোনাে বিধেয়ক হাইকোর্টের মর্যাদা হানিকর মনে করলে।
16। রাজ্যপালের কোন ক্ষমতা প্রসঙ্গে আদালতে প্রশ্ন
তােলা যায় না? - স্বেচ্ছাধীন ক্ষমতা।
17. রাজ্যের মুখ্যসচিব কে মনােনীত করেন? - মুখ্যমন্ত্রী।
18। ২০০৩ সালে ৯৩তম সংবিধান সংশােধনী আইন
অনুসারে রাজ্য মন্ত্রীসভার সদস্য সংখ্যা কত হতে পারে? -
বিধানসভার মােট সদস্যের ১৫ শতাংশের বেশী নয়।
19। রাজ্য-রাষ্ট্রকৃত্যক কাদের বলা হয়? - রাজ্য
সরকারের অধীন সরকারী কর্মচারীদের।
20। রাজ্য-রাষ্টকৃত্যক আর কি নামে পরিচিত? - রাজ্য।
জনপালন কৃত্যক।
21। R. B. Block -এর পুরাে নাম কি? - Rural De-
velopment Block
22। উচ্চপদস্থ সরকারি কর্মচারিরা কি নামে পরিচিত?
-আমলা বা Bureaucrat।।
23। রাজ্যপালের দুটি বিশেষ অধিকার কি কি? - তার
বিরুদ্ধে ফোজদারি অভিযােগ দায়ের করা যায় না ও গ্রেপ্তারি।
পরােয়ানা জারি করা যায় না।
24। কার সম্মতি নিয়ে রাজ্য আইনসভায় অর্থ বিধেয়ক
উত্থাপন করতে হয়? - রাজ্যপালের।
25। সংবিধান অনুসারে রাজ্যপালের কাজে সাহায্য ও
পরামর্শ দেওয়ার জন্য কে থাকেন? - মুখ্যমন্ত্রীর নেতৃত্বে
মন্ত্রীসভা।
26। উপমন্ত্রীদের কাজ কি? - বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত
মন্ত্রীদের কাজে সাহায্য করা।
27। কোন ক্ষমতা প্রয়ােগ করার সময়ে রাজ্যপাল
মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন? - স্বেচ্ছাধীন ক্ষমতা।
28। ভারতের প্রতিটি রাজ্যে কি ধরনের শাসনব্যবস্থা
গৃহীত হয়েছে? - সংসদীয় শাসন ব্যবস্থা।
29। রাজ্য সচিবালয়ের প্রথম কাজ কি? -নীতি নির্ধারণ
করার কাজে মন্ত্রীদের সাহায্য ও সহযােগিতা করা।
30। গেজেটেড পদ বলতে কি বােঝায়? – যে সব
সরকারি পদাধিকারিদের নিয়ােগ, বদলি ও পদোন্নতি গেজেটে
প্রকাশিত হয়।
Comments
Post a Comment