রাত পোহালেই সরস্বতী পূজা! জেনেনিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় সূচি…
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8B9ZhLZJ5MU1mSioPU7jdBnxu3Nfm6TFuQ8zY9CdZWf3_Y7rUT_XQ6pKRrUYNFk2T4kAPb13OiAr3h6JTPUfCPN7asEwX331Ya3eeJCN7N5J6tfuSJ-3SkNovcWsbH8Ve9OmMwhmTbWMd/s1600/1580206358424762-0.png)
সরস্বতী পুজোকে ঘিরে অপেক্ষার অবসান হতে চলেছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমি তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে ওঠে সকলে। এ বছর অর্থাৎ ২০২০ তে সরস্বতী পুজো চলবে দুদিন ধরে। পঞ্চমী শুরু হচ্ছে ২৯ জানুয়ারি বুধবার সকাল ৮:৪৭ মিনিট থেকে, অঞ্জলি দেওয়া যাবে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ১০:৫৬ পর্যন্ত। সরস্বতী পুজার দিন সকাল সকাল উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠে পড়ুয়ারা। মন্ডপ সাজানো, প্রতিমা আনা, বাজার করা ফুল জোগাড় করা, প্রসাদ তৈরি, অঞ্জলি প্রভৃতিতে ব্যস্ত থাকে সবাই। এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়ে থাকে। শাড়ি আর পাঞ্জাবিতে তরুণ-তরুণীদের দেখা যায় বিভিন্ন স্থানে। তবে সব থেকে নজর কাড়ে খুদে পড়ুয়াদের হলুদ শাড়ি পড়ে বাগদেবীর আরাধনায় বিদ্যালয়ে যাওয়াটা। এদিন নানা স্থানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।