মহাকাশে মানুষ পাঠাতে দশ হাজার কোটি খরচ করবে ভারত
কোটি খরচ করবে ভারত
চন্দ্রযান-2 এর পর গগনযান প্রকল্প। উন্নত
পর্যায়ের মহাকাশ গবেষণা নিরন্তর চালু রাখতে
ইসরােকে ঢেলে সাহায্য করতে চায় কেন্দ্র। তাই
গগনযান প্রকল্পকে সফল করতেও অর্থের কার্পণ্য
করা হবে না। আগামী 2022-এ মহাকাশে মানুষ
পাঠাতে চায় ভারত। সেই লক্ষ্যে বায়ুসেনার 12 জন
পাইলটকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। রাশিয়ায়
তাদের প্রশিক্ষণের পর বাছাই মহাকাশচারীদের
চূড়ান্ত করবে ইসরাে।
2022 সালে মহাকাশচারী
পাইলটকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। রাশিয়ায়
তাদের প্রশিক্ষণের পর বাছাই মহাকাশচারীদের
চূড়ান্ত করবে ইসরাে। 2022 সালে মহাকাশচারী
পাঠানাের খরচ ধরা হয়েছে দশ হাজার কোটি
টাকা। এই প্রকল্পের জন্য প্রতিরক্ষা গবেষণা ও
উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে।
ইসরাে। মহাকাশচারীদের স্বাস্থ্য সংক্রান্ত মনিটর,
প্যারাশুট, আপৎকালীন কিট, মহাকাশের খাদ্য
তৈরি করবে প্রতিরক্ষা গবেষণ সংস্থা ডিআরডিও।
রাশিয়ায় প্রশিক্ষণের পর চূড়ান্ত পর্যায়ে মহাকাশে
পাঠানাের জন্য চারজনকে নেওয়া হবে।
Comments
Post a Comment